19 C
Dhaka
Sunday, January 19, 2025

বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘হাওয়া’ এর পোস্টার সম্প্রতি প্রকাশিত

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: প্রকাশিত প্রথম পোস্টারে দেখা যাচ্ছে চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, রিজভী রিজু, মাহমুদ আলম এবং বাবলু বোসকে।

দর্শকদের কৌতূহল মেটালেন মেজবাউর রহমান সুমন। গভীর সমুদ্রে চিত্রায়িত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘হাওয়া’ এর পোস্টার সম্প্রতি প্রকাশিত হয়েছে।

অতল সমুদ্রে গন্তব্যহীন একটি ফিশিং ট্রলারে আটকে পড়া আটজন মাঝি মাল্লা এবং এক রহস্যময় বেদেনীকে ঘিরে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। আসছে ঈদেই মুক্তি পেতে যাচ্ছে ‘হাওয়া’।

চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সঙ্গীত রাশিদ শরীফ শোয়েব, এবং গানের সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী। প্রকাশিত পোস্টারটি ডিজাইন করেছেন সব্যসাচী মিস্ত্রী। 

চলচ্চিত্রটির নির্মাণ সংস্থা ফেইসকার্ড প্রোডাকশন এবং প্রযোজনা সংস্থা সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেডের সূত্রে জানা গেছে, ইতোমধ্যে চলচ্চিত্রটির নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং শীঘ্রই সেন্সরে জমা পড়তে যাচ্ছে।

কোভিডের পরিস্থিতি বিবেচনা করে সিনেমাহলে মুক্তির দিনক্ষণ অচিরেই জানানো হবে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর