19 C
Dhaka
Monday, February 24, 2025

বস্তি নয়; করোনায় আক্রান্তের ৯০ শতাংশই বহুতলের বাসিন্দা!

চাকুরির খবর

বস্তি এলাকায় নয়, ভারতের মুম্বাইয়ের করোনা আক্রান্তের সিংহভাগই বহুতল ভবনের বাসিন্দা। সম্প্রতি বৃহন্মুম্বই পৌর কর্পোরেশনের (বিএমসি) পক্ষে করোনা আক্রান্তদের ওপর যে তথ্যপ্রকাশ করেছে সেখানে দেখা গেছে, মুম্বাইয়ের সক্রিয় রোগীদের ৯০ শতাংশ বহুতলের বাসিন্দা। মোট সক্রিয় রোগীর মাত্র ১০ শতাংশ থাকেন বস্তি এলাকায়।

 বিএমসি যে তথ্যপ্রকাশ করেছে, তা অনুসারে মুম্বইয়ে ৮৭ হাজার ৪৪৩ জন সক্রিয় রোগীর মধ্যে ৭৯ হাজার ৩২ জনই বহুতল বা আবাসনের বাসিন্দা।

আন্ধেরি, যোগেশ্বরী, মালাবার হিল, গ্রান্ট রোড, পারেল এলাকায় রয়েছে সবথেকে বেশি মাইক্রোকন্টেনমেন্ট জোন। এই সব এলাকার অধিকাংশ মানুষই বহুতলের বাসিন্দা।

তবে ২০২০ সালের জুনে মুম্বইয়ের কোভিড আক্রান্তের দুই তৃতীয়াংশই ছিল বস্তি এবং‌ ঘিঞ্জি এলাকার বাসিন্দা। এখন সেখানকার চিত্রটা অনেকটাই উল্টে গেছে।

 সূত্র: আনন্দবাজার পত্রিকা। 

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর