22 C
Dhaka
Sunday, January 19, 2025

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বিউটিশিয়ার প্রথম শাখা উদ্বোধন

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বিউটিশিয়ার প্রথম শাখা উদ্বোধন করা হয়েছে। এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শো রুমটির উদ্বোধন করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

এ প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ‘নিজের শরীর-ত্বকের উপর তো আর কিছু নেই। তাই একটু দেখেশুনে ভালো জিনিসটাই কেনা উচিত।

বিউটিশিয়ার সম্পর্কে জানতে পারলাম, তাদের প্রোডাক্টগুলো দেশের বাইরে থেকে আসে। এছাড়াও তারা অথেনটিক প্রোডাক্ট সেল করে। সেটা অনেক ইম্পর্টেন্ট। বিউটিশিয়া ভরসার একটি জায়গা তৈরি করেছেন এতো দিন ধরে। তাদেরকে অনেক শুভকামনা জানাই।’

বিউটিশিয়ার ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম সজিব বলেন, ‘নকল পণ্য ব্যবহার করে কেউ যেন প্রতারিত না হয় সবাই যেন স্কিন কেয়ার নিয়ে সচেতন হয় এবং অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করতে পারে।

যে সকল মানুষ আমাদের কাছে ত্বকের সমস্যা নিয়ে আসে তাদেরকে স্কিন কেয়ার এক্সপার্ট দ্বারা সমাধান দিয়ে থাকি।

শুধুমাত্র পণ্য বিক্রি করাই আমাদের লক্ষ্য নয়, গ্রাহকের সন্তুষ্টিই আমাদের প্রধান লক্ষ্য। যেহেতু আমরা ব্যাপক সাড়া পাচ্ছি সেহেতু শুধু ঢাকার ভেতরেই নয়, পরবর্তীতে সারা বাংলাদেশে বিউটিশিয়ার শাখা খোলার চেষ্টা করব।’

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর