22 C
Dhaka
Saturday, January 18, 2025

 বড় কোনো প্রকল্প হাতে নেবে না সরকার: শামসুল আলম

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: এই সময়ের মধ্যে মূল্যস্ফীতি সামাল দেয়া এবং প্রবৃদ্ধি ধরে রাখাই মূল চ্যালেঞ্জ বলে মনে করছে সরকার। পরিকল্পানা প্রতিমন্ত্রী শামসুল আলম জানান, এবছর বড় কোনো প্রকল্প হাতে নেবে না সরকার। এই সময় অর্থনৈতিক স্থিতিশীলতায় নজর দেবার তাগিদ অর্থনীতিবিদদেরও। 

একদিকে বৈশ্বিক মন্দা অন্যদিকে দেশের জাতীয় নির্বাচনের মাত্র মাস ছয়েক বাকি। এরই মধ্যে পয়লা জুনেই ঘোষণা হতে যাচ্ছে বর্তমান সরকারের ২৩তম জাতীয় বাজেট।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি কমানোর ওপর জোর দিচ্ছে সরকার। প্রবৃদ্ধি ধরে রাখতেও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। 

আসছে নতুন বাজেট বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ সময়। জুন মাস শেষে যখন বাজেট পাস হবে তখন থেকে পরবর্তী মাস ছয়েকের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের আগে তিন মাস সরকার নিয়মিত দায়িত্ব দায়িত্ব পালন করে।

তবে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাজেটে কোন চ্যালেঞ্জ নেই বলে মনে করেন তিনি।

বলেন, বাজেট ঘোষণা এবং নির্বাচন দুটোই নিয়মতান্ত্রিক। অর্থবছরের যে কোন সময় আইনিভাবেই বাজেট সংশোধন ও পরিমার্জনের সুযোগ আছে। 

বর্তমান সরকার জনবান্ধব সরকার মানুষের কষ্ট লাঘবেই কাজ করছে, আগামীতেও একই লক্ষ্য নিয়েই কাজ করবে এমন ধারণায় এবারের বাজেটে সরকার সামাজিক সুরক্ষা খাতের আওতা বাড়ানোর নজর দিয়েছে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর