22 C
Dhaka
Sunday, January 19, 2025

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো দক্ষ, সাহসী মানবিক নেতা এই পৃথিবীতে আর আসবে না: শেখ সেলিম

চাকুরির খবর

বিডিনিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো দক্ষ, সাহসী মানবিক নেতা এই পৃথিবীতে আর আসবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম।

শনিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যার্বতন দিবসের বিশেষ কর্মসূচি বাস্তবায়ন প্রস্তুতি সভা শেষে এসব কথা বলেন তিনি।

শেখ সেলিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে একজনই। এই পৃথিবীতে তার মতো দক্ষ নেতৃত্ব ও মানবিক নেতা আর আসবে না। তিনি আল্লাহর প্রেরিত একজন মহাপুরুষ ছিলেন।

পাকিস্তান বারবার বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে কিন্তু তাকে দমিয়ে রাখতে পারেনি। বঙ্গবন্ধু তার সাহসী নেতৃত্বে সকল ষড়যন্ত্রকে নৎসাত করে দিয়েছেন।

বঙ্গবন্ধু বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসে বাংলার মানুষের কথা বলেছেন, বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনে নিজেকে নিয়োজিত রেখেছেন।

বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্য পাকিস্তানিরা যখন কবর খোঁড়ে তখন বঙ্গবন্ধু বলেছিলেন আমাকে যদি হত্যা করো তবে আমার লাশটা আমার বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিও।

স্বাধীনতার সুর্বণ জয়ন্তী ও মুজিববর্ষে প্রধানমন্ত্রীর শপথ পড়ানোর অনুষ্ঠানে ভুলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একটা মানুষ যখন তার ভুলের জন্য ক্ষমা চায় তখন আর কি বলার থাকে।

আবু নাসের চৌধুরী আমাদের কাছে এসেছিলেন ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি এই ভুল করেননি।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর