25 C
Dhaka
Saturday, January 18, 2025

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার সচিবের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জ প্রতিনিধি

চাকুরির খবর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মোঃ মকবুল হোসেন।

শনিবার দুপুরে তিনি জাতির পিতার সমাধি-সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু সহ ৭৫’র ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এ অংশগ্রহন করেন তিনি।

এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন, গোপালগঞ্জের এনডিসি মহসিন উদ্দিন, টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মইনুল ইসলাম, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মোঃ মকবুল হোসেন বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ও জাতির পিতার সমাধি-সৌধ কমপ্লেক্স পরিদর্শন করেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর