অনলাইন ডেস্ক: কারণ শান্তির জন্য নিবেদিত প্রাণ ছিলেন বঙ্গবন্ধু। একজন মানুষ জীবন দিলেন শান্তির বেদিমূলে। জীবন উৎসর্গ করেছেন মানুষের কল্যাণে।
সেই মানুষটির নামে আন্তর্জাতিক শান্তি পুরস্কার ঘোষণা করা উচিত। অবশ্য এরই মধ্যে দেশে-বিদেশে শান্তি প্রতিষ্ঠায় যারা কাজ করছেন, তাদের স্বীকৃতি দিতে “বঙ্গবন্ধু শেখ মুজিব শান্তি পুরস্কার” প্রবর্তনেরও ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।
এতে আমি অনেক খুশি হয়েছি। এটি দ্রুত চালু করার দাবি জানাই।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘ভারতের জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীর নামে শান্তি পুরস্কার চালু আছে।
কাজেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে “আন্তর্জাতিক শান্তি পুরস্কার” চালু করা উচিত।’
উবায়দুল মোকতাদির বলেন, ‘এই দিবস পালন করে কিছুই হবে না; যদি না আমরা বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত না হই।
সেই পথে যদি আমরা হাঁটতে না শিখি, তাহলে শান্তি পদক প্রাপ্তির দিবস পালন করে কাজ হবে না। কাজেই সবাইকে বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত হতে হবে।