26 C
Dhaka
Saturday, January 18, 2025

বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: তাজুল ইসলাম

চাকুরির খবর

বিডিনিউজ ডেস্ক: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সুশাসন ও ন্যায় বিচারের বদলে দুঃশাসন নয়।

বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। শেখ হাসিনা সরকারের সুফল যাতে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ পায় তা নিশ্চিত করতে চেয়ারম্যান-মেম্বারদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

মন্ত্রী আরও বলেন, ইউপি নির্বাচনে যারা চেয়ারম্যান-মেম্বার নির্বাচিত হয়েছেন তারা এলাকায় আইনের শাসন কায়েম করবেন। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে।

অসহায় ও সুবিধা-বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। সততার সহিত দায়িত্ব পালন করবেন। লোভ লালসার ঊর্ধ্বে থেকে এলাকার উন্নয়নের জন্য জীবন বাজি রেখে নিরলস-ভাবে কাজ করে যেতে হবে। সকল প্রকার দুঃশাসনের অবসান ঘটাতে হবে। 

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর