28 C
Dhaka
Friday, November 22, 2024

বগুড়ায় ‘কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে’ আত্মহত্যা

বিডিনিউজ ডেস্ক

চাকুরির খবর

একাধিক এনজিও থেকে নেয়া ঋণের কিস্তির টাকা পরিশোধ করার চাপে তিনি আত্মহত্যা করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বগুড়ার আদমদীঘি উপজেলায় গ্যাস ট্যাবলেট সেবন করে এনামুল হক (৫৬) নামের এক ধান ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। একাধিক এনজিও থেকে নেয়া ঋণের কিস্তির টাকা পরিশোধ করার চাপে তিনি আত্মহত্যা করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার ভোরে নিজ বাড়িতেই গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েন এনামুল। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু হয়। এনামুল উপজেলার পুশিন্দা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ওসি মো. জালাল উদ্দীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়ে ধান ব্যবসায় করে আসছিলেন এনামুল। বর্তমানে করোনা পরিস্থিতিতে তার ব্যবসায় খুব একটা ভালো যাচ্ছিল না।

আর্থিক সংকটে পড়েছিলেন এনামুল। ফলে কিস্তির টাকা ঠিকমত পরিশোধ করতে পারতেন না তিনি। আর এনজিওগুলো থেকেও কিস্তির টাকা পরিশোধের চাপ দেয়া হচ্ছিল তাকে। এতে লজ্জায় ও হতাশায় গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা করেন এনামুল।

ওসি মো. জালাল উদ্দীন বলেন, এনামুলের আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পরিবার থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর