20 C
Dhaka
Monday, November 25, 2024

ফেব্রুয়ারিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরু হবে

চাকুরির খবর

বিডিনিউজ ডেস্ক: করোনা পরিস্থিতির অবনতি না হলে আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা। এবার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৩২ হাজার ৫৭৭ জন শিক্ষক নিয়োগ দেয়া হবে।

গত ডিসেম্বরে এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও এইচএসসি পরীক্ষার কারণে তা পিছিয়ে জানুয়ারিতে নেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এ মাসে বই বিতরণ, ক্লাস শুরু করাসহ নানা জটিলতায় তা সম্ভব হচ্ছে না।

এ নিয়োগ পরীক্ষার বিষয়ে ইতোমধ্যে টেকনিক্যাল কমিটির বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হতে পারে এ পরীক্ষা। তবে, পরিস্থিতি খারাপ হলে পরীক্ষা হবে না।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন, চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে কয়েক ধাপে পরীক্ষা নেয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না।

এটি নিয়ে সভা করেছে মন্ত্রণালয়। সেখানে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত হয়েছে। তবে, পুরো বিষয়টি নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।

প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ৫৭৭ জন শিক্ষক নিয়োগের লক্ষ্যে ২০২০ সালের ২৫ অক্টোবর আবেদন শুরু হয়। শেষ হয় ২৪ নভেম্বর। আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর