ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্যারিসের এলিসি প্যালেসে এই বৈঠকে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন তাঁরা।
এসময় দুই সরকার প্রধানের উপস্থিতিতে কয়েকটি সমঝোতা স্মারক সই হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলিসি প্যালেসে পৌঁছালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাঁকে অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রীকে সেখানে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় এবং প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করে। এর আগে ফ্রান্স সরকারের আমন্ত্রণে ইউনেস্কোর সম্মেলনে অংশ নিতে স্থানীয় সময় মঙ্গলবার বেলা সোয়া ১১টায় প্যারিস পৌঁছান প্রধানমন্ত্রী।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা ও স্থানীয় প্রশাসনের প্রধান। এই সফরে ইউনেস্কোর ৪১তম সাধারণ সম্মেলনে অংশ নিবেন প্রধানমন্ত্রী।
এসময় তিনি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্যা ক্রিয়েটিভ ইকোনোমি’ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। আগামি ১৪ই নভেম্বর প্যারিস থেকে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।