লক্ষ্মীপুর প্রতিনিধি: মহিলাদের প্রসবজনিত ফিষ্টুলা রোগ বিষয়ক অবহিতকরন সভা ২৪ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুুষ্ঠিত হয়।
বেসরকারী এনজিও হোপ ফাউন্ডেশনের আয়োজনে জেলা সিভিল সার্জন ডা: আহাম্মদ কবির এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নিজাম উদ্দিন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন, ডা: জান্নাতুল ফেরদাউস রুনা, হোপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা: ইফতেখার মাহমুদ (এমডি), সিনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা: নির্ন্ময় বিশ^াস, মেডিকেল অফিসার ডা: নুসরাত শারমিন লিজা, কো অডিনের্টর রাকিবুল হক, প্রজেক্ট ম্যানেজার রুহুল আমিন, জেলা সমাজ সেবার উপ-পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জসিম উদ্দিন আহমেদ খান প্রমুখ।
সভায় আয়োজকরা জানান সরকার ২০৩০ সালের মধ্যে দেশ থেকে মহিলাদের প্রসবজনিত ফিষ্টুলা রোগ নির্মূল করতে চায়। ২০১২ সাল থেকে ২০২১ পর্যন্ত এই প্রতিষ্ঠান ৭০৪ জন প্রসবজনিত ফিষ্টুলা রোগীর অপারেশন করে।
সেই লক্ষ্যে এই রোগে আক্রান্তদের বিনার্মূল্যে হোপ ফাউন্ডেশন চিকিৎসা নিশ্চিত করবে। তারা আরও জানান বাংলাদেশে প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্বামী সংসার ও স্বজন পরিত্যক্তা অবস্থায় অনেক মহিলা ফিষ্টুলা রোগে ভুগছে। কি করবে চিকিৎসার জন্য কোথায় যাবে কিছুই জানেনা।
হোপ ফাউন্ডেশন তাদের নিজস্ব হাসপাতালের মাধ্যমে এইসব রোগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাজ করে। রোগীদের চিকিৎসা, সব পরীক্ষা, ওষুধ, থাকা-খাওয়া যাতায়াতের সব খরচ হোপ ফাউন্ডেশন বহন করে।
ফাউন্ডেশন বিগত ১৯৯৯ সাল থেকে মা ও শিশু স্বাস্থ্যের উপর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনার লক্ষ্যে হোপ ফাউন্ডেশন কাজ করে যাবে। এই সরকার ও বেসরকারী প্রতিষ্ঠান গুলোর সহযোগীতা কামনা করছে।