বৈশ্বিক দূর্যোগ করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলায় ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌরসভার সাধারন খেটে খাওয়া অসহায় মানুষ, প্রান্তিক দুস্থ চাষী ও মায়েদের শিশু খাদ্য বাবদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নগদ অর্থ বিতরন করা হয়েছে।
বুধবার বেলা ১২ টায় টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বর্নি ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার বিতরনের কার্যক্রম উদ্ভোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
এসময় গোপালগঞ্জের এনডিসি মিলন সাহা, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সোফিদা আক্তার জোনাকি, বর্নি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশা প্রমূখ উপস্থিত ছিলেন।
টুঙ্গিপাড়া ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরিত উপহার টুঙ্গিপাড়া উপজেলার অসহায় খেটে খাওয়া আড়াইশো মানুষ, ৪’শ প্রান্তিক দুস্থ চাষী ও ২’শ মায়েদের হাতে শিশু খাদ্যের পরিবর্তে ৫’শ টাকা করে তুলে দিয়ে কার্যক্রমের সূচনা করেছেন জেলা প্রশাসক। বুধবার পর্যন্ত ৮’শ ৫০ জনের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরন করা হয়।