প্রধানমন্ত্রী কতৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্ধোধন উপলক্ষে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শিল্পী রানী রায়,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো মামুন মিয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল,সহ জেলার কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক জানান , সারাদেশের ন্যায় রাঙামাটি জেলার ১০ উপজেলায় ১ম পর্যায়ে ২৬৮ টি গৃহ নির্মান সমপন্ন করে উপকার ভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে।
এইবার আগামী ২০ জুন ২ য় পর্যায়ে নির্মিত ঘর ১০ উপজেলার মধ্যে সদর উপজেলায় ১৫৬টি,কাপ্তাই উপজেলায় ৩৫ টি,রাজস্থলিতে ১৭৭ টি,বাঘাইছড়িতে ৪৫টি, লংগদুতে ৯১ টি, নানিয়ারচর উপজেলায় ৩টি, জুরাছরিতে ১০টি, বিলাইছড়িতে ৩৭টি, এবং কাউখালীতে ৬৯টি সহ সর্বমোট ৬২৩ টি গৃহের নিমার্ণ কাজ সম্পন্ন করে হস্তান্তরের জন্য প্রস্তুত রাখা হয়েছে ।
প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভা শেষে রাঙামাটি জেলায় সরকারী চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণকারী ও দূর্ঘটনায় আহত কর্মচারীদের পরিবারের সদস্যদের মাঝে সরকারী অনুদানের চেক প্রদান করা হয়।