24 C
Dhaka
Friday, November 22, 2024

প্রথম আলো বন্ধু সভা ডিআইইউ শাখা’র নতুন কমিটি ঘোষণা

চাকুরির খবর

ডিআইইউ প্রতিনিধি: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি(ডিআইইউ) শাখা’র প্রথম আলো বন্ধুসভার ২০২২ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

এ কমিটি-তে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে অনন্যা আক্তার মিম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে কাজী ফিরোজ আহমেদ পারভেজ।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র গ্রীনরোড ক্যাম্পাসে উপদেষ্টামণ্ডলীর উপস্থিতিতে এ ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

২৫ সদস্য বিশিষ্ট এ কার্যকরী কমিটি’র অন্যান্য সদস্যরা হলেন:মাইদুল ইসলাম- সহ সভাপতিজাহিদ হাসান পিয়াস-সহ সভাপতি, সাফায়েত হােসেন-যুগ্ম সাধারণসম্পাদক,শারমিন মল্লিক-যুগ্ম সাধারণ সম্পাদক,মনিরুল ইসলাম টোকন-সাংগঠনিক সম্পাদক,প্রান্ত কুমার দাস-সহ-সাংগঠনিক সম্পাদক, মােঃসাঈফ উদ্দিন-অর্থ সম্পাদক, সুজন চন্দ্র দাস-দপ্তর সম্পাদক, দীপ্ত চন্দ্র বনিক-প্রচার সম্পাদক, ইসরাত জাহান ইলা-পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, হুমায়রা আনজুম শামসী-সাংস্কৃতিক সম্পাদক, শারমিন আক্তার- জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক, অমিত ঘারামী-প্রশিক্ষণ সম্পাদকআব্দুল মুনিয়ম সরকার-দুর্যোগ ও ত্রাণ সম্পাদক, সামিউল বিন আরহাম-পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, পার্থ সরকার-স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আরাফাত মুস্তাকিম শুভ-মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, কুতুবুল আলম-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আয়শা সুলতানা-ম্যাগাজিন সম্পাদক কাওছার আকন-বইমেলা সম্পাদক তানজিম খান-কার্যনির্বাহী সদস্যইয়াছিন গাজী-কার্যনির্বাহী সদস্যআসফি ইসলাম-কার্যনির্বাহী সদস্য এ কার্যকরী কমিটি’র উপদেষ্টামন্ডলীতে রয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের গুণী শিক্ষকগণ।

উপদেষ্টারা হলেন, মোঃতাহজীব-উল-ইসলাম (প্রধান উপদেষ্টা) মোঃআব্দুল বাসেত, মোঃফজলুল হক পলাশ, মোঃসিরাজুল ইসলাম বাপ্পী, তপন চৌধুরী রায়।

দায়িত্ব হস্তান্তরকালে বন্ধুসভার ডিআইইউ শাখার সদ্য বিদায়ী সভাপতি ও স্থায়ী সদস্য শামসুদ্ধোহা বলেন, ‘দায়িত্ব ছেড়েছি বন্ধুসভাকে নয়।

জীবনের পর্যায় পর্যন্ত থাকবো প্রাণের সংগঠন প্রথম আলো বন্ধুসভার সাথে। নতুনদের জন্য রইলো অনেক অনেক শুভ কামনা ও উষ্ণ ভালবাসা।

তোমাদের হাত ধরেই প্রথম আলো বন্ধুসভা ডিআইইউ শাখা সূদুর উৎকর্ষের দিকে এগিয়ে যাবে বলে আশা রাখি। দীর্ঘ পাঁচ বছরের পথচলা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভার সাথে, এই পথ চলার মাঝে পেয়েছি অনেক ধরনের জ্ঞান ও অভিজ্ঞতা।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর