লক্ষ্মীপুর প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন প্রজন্মের পর প্রজন্ম, তরুণ সমাজ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হ্রদয় ধারণ করবে। বঙ্গবন্ধু দেশের অনেক সংগ্রাম করেছে সেই দেশে আমরা বসবাস করছি।
মুক্তিযোদ্ধা ও লক্ষ্মীপুরের কথা সব সময় মনে পড়ে সময় পেলে এবং কোভিড স্বাভাবিক হলে লক্ষ্মীপুরে আসবো সবার কথা শুনবো। তরুণ সমাজ কে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা চেতনা কে ধারণ করে হবে।
তিনি ২০ মার্চ (শনিবার) লক্ষ্মীপুর সদর উপজেলার পাবর্তীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু মুর্যাল ও বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত ফলক উম্মোচন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার ড. এ. এইচ. এম কামরুজ্জামান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউজ্জামান ভৃঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম উদ্দিন, এ্যাড: নুরুল হুদা পাটোয়ারী, পাবতীনগর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহমেদ ভৃঁইয়া, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জাকির হোসেন ভৃঁইয়া আজাদ প্রমুখ।
আলোচনা সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ইউপি পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু মুর্যাল ও বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত ফলক উম্মোচন অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করার পর মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ ফলক উম্মোচন করেন।
এসময় ইউপি পরিষদের সদস্যবৃন্দ, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।