27 C
Dhaka
Saturday, November 23, 2024

পোশাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবগাথায় ‘সারা’ লাইফস্টাইল

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: পোশাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবগাথা তুলে ধরতে ‘‘সারা’ লাইফস্টাইল নিয়ে এসেছে অনন্য আয়োজন। ‘সারা’ লাইফস্টাইলের সংগ্রহে এবার মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের নানা অনুষঙ্গ বিভিন্নভাবে স্থান পেয়েছে।

এছাড়া সাদা-লাল-সবুজের সংমিশ্রণে বিভিন্ন ডিজাইন প্রতিটি পোশাকেই এনেছে ভিন্ন সৌন্দর্য। লাল-সবুজ যেহেতু আমাদের জাতীয় পতাকার রঙ তাই পোশাকে এই দুটি রঙের সংমিশ্রণ ঘটিয়ে আনন্দের রঙ সৃষ্টি করা হয়েছে। এভাবেই স্বাধীনতার রঙে সেজেছে এবারের ‘সারা’ লাইফস্টাইলের সংগ্রহ।

স্বাধীনচেতা বাংলাদেশের সংগ্রামী মানুষের স্বাধীনতার যে স্বপ্ন ছিল তা বাস্তবে রূপ পেয়েছে বিজয়ের এই মাসে। মুক্তিকামী মানুষের জন্য এ মাসটি তাই খুবই আনন্দের। আর পোশাকের মাধ্যমে সেই আনন্দের বহিঃপ্রকাশ ঘটাতে ও বিজয়ের চেতনাকে উজ্জীবিত করার প্রয়াসে ‘সারা’লাইফস্টাইল সাজিয়েছে এবছরের বিজয় দিবস কালেকশন।

‘সারা’ লাইফস্টাইলের বিজয় কালেকশন এবার রূপ দেয়া হয়েছে কাপড়ের ক্যানভাসে। সাদা, লাল ও সবুজে ফুটেছে ১৯৭১ সালের বিজয়ের ছবি। বিভিন্ন রঙের শেডও এক্ষেত্রে পরিপূরক হয়েছে।

‘সারা’ লাইফস্টাইল বিজয় দিবসের সংগ্রহে পুরুষদের জন্য নিয়ে এসেছে পাঞ্জাবি, টি-শার্ট, শার্ট। নারীদের জন্য ‘সারা’’র এবারের সংগ্রহে থাকছে এথনিক কুর্তি, টপস, থ্রি পিস।

এছাড়া শিশুদের জন্যও ‘সারা’ লাইফস্টাইল নিজেদের সংগ্রহে এনেছে বৈচিত্রময় পোশাক। ছেলে শিশুদের জন্য রয়েছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট এবং মেয়ে শিশুদের জন্য রয়েছে ফ্রক, টপস, থ্রি পিস সহ আরও নানা ধরণের পোশাকের সংগ্রহ।

এছাড়া ‘সারা’ লাইফস্টাইলের নিয়মিত সকল সংগ্রহ তো থাকছেই। আর দাম একদমই নাগালের মধ্যেই। ১০০০ টাকা থেকে শুরু করে ৩০০০ টাকার মধ্যে এসব পোশাক কিনতে পারবেন ক্রেতারা। তাই এবার বিজয়ের উদযাপন হোক ‘সারা’ লাইফস্টাইলের পোশাকে।

স্নোটেক্স গ্রুপ-এর লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ যাত্রা শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে। ঢাকার মিরপুর-৬ এ অবস্থিত ‘‘সারা’’র প্রথম আউটলেট নিয়ে কাজ শুরুর পর বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক এ এর ৪০ এবং ৫৪ নম্বর শপটি ছিল ‘‘সারা’’র দ্বিতীয় আউটলেট।

তৃতীয় আউটলেটটি হলো বাড়ি- ১৯ বি/৪সি ও বি/৪ ডি, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর এ ঠিকানায়। উত্তরায় ‘‘সারা’’র পোশাক পাওয়া যাবে হাউজ নম্বর-২২, সোনারগাঁ জনপদ, সেক্টর-৯, উত্তরা, ঢাকা এ ঠিকানায়।

বারিধারা জে ব্লকে আছে ‘‘সারা’’র আরেকটি আউটলেট। বনশ্রী ই ব্লকের ১ নম্বর রোডের ৪৮ নম্বর বাড়িতে রয়েছে ‘‘সারা’’র ষষ্ঠ আউটলেট। ঢাকার বাইরে ‘‘সারা’’র প্রথম আউটলেট রংপুরে জাহাজ কোম্পানির মোড়েই।

রাজধানী ঢাকার ওয়ারীতে (বাড়ি ৩৬/১ নম্বর, র্যাংকিন স্ট্রিট, ওয়ারী, ঢাকা-১২০৩) রয়েছে ‘‘সারা’’র অষ্টম আউটলেট। এছাড়া সম্প্রতি রাজশাহীতে (বাড়ি- ৫৩ ও ৫৪, ইউনাইটেড টাওয়ার, রানীবাজার, রাজশাহী-৬০০০) ও রাজধানী ঢাকার বাসাবোতে (বাড়ি- ৯৬/২, পূর্ব বাসাবো, সবুজবাগ, ঢাকা-১২১৪) যথাক্রমে সারা’’র নবম ও দশম আউটলেটের আনুষ্ঠানিক কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে।

আউটলেটের পাশাপাশি ‘সারা’’র নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com.bd), ফেসবুক পেজ (https://www.facebook.com/saralifestyle.bd) এবং ইন্সটাগ্রাম (https://www.instagram.com/saralifestyle.bd/) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়া ঢাকার বাইরে ‘সারা’ দেশে কুরিয়ারের মাধ্যমেও আপনার অর্ডারকৃত পণ্য ডেলিভারি পাবেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর