অনলাইন ডেস্ক: এই বিশাল গর্ত খোঁড়ার সিদ্ধান্তের ফলে ভূগর্ভস্থ ১০টির বেশি স্তর অতিক্রম করবে।
খননের বিভিন্ন স্তর পেরিয়ে শেষ স্তর ক্রিটেশিয়াস যুগের পাথর পর্যন্ত যাওয়ার একটি পরিকল্পনা নিয়েছে বৈইজিং।
এই উদ্যোগের জেরে ভূগর্ভে থাকা ধাতু ও শক্তির উৎস সংক্রান্ত নতুন দিগন্ত উন্মোচন হতে পারে বলে মনে করছেন চীনা বিজ্ঞানীরা।
তেল সমৃদ্ধ জিনজিয়াং প্রদেশে এই গভীর গর্ত খুঁড়ছে চীন। দেশটির জিনজিয়াং প্রদেশের তারিম বেসিনে এই উদ্যোগকে ঘিরে তৈরি হয়েছে জল্পনা ও আতঙ্ক।
চীনের শিনজিয়াং প্রদেশটি খনিজ তেল সমৃদ্ধ হিসেবে পরিচিত। খনিজ তেল ও শক্তি সম্পদ শনাক্ত করতেই চীনের এই উদ্যোগ বলে ধারণা করছেন অনেকে।
আবার অনেকে মনে করছে, ভূমিকম্প এবং আগ্নেয়গিরির মতো পরিবেশগত বিষয় সম্বন্ধে আগে থেকে নিশ্চিত হওয়া যাবে এই উদ্যোগের মাধ্যমে।
পৃথিবীর বুকে গভীর গর্ত খোঁড়ার কাজ শুরু করেছে চীন। ৩২ হাজার ফুট বা প্রায় দশ হাজার মিটার গর্ত খোঁড়া হবে বলে জানা গেছ।
তবে কী কারণে ভূগর্ভে এমন গভীর খননের কাজ শুরু হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। চীনা গণমাধ্যম সিনহুয়ার বরাতে এ তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।