পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষে রোববার (৬ এপ্রিল ২০২৫) প্রথম কর্মদিবসে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব বাহারুল আলম বিপিএম-এর প্রধান অতিথিত্বে এ অনুষ্ঠানে ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফরা অংশ নেন।
কর্মদিবসের শুরুতেই আনুষ্ঠানিকতা ও সম্প্রীতির পরিবেশে এই পুনর্মিলনীর আয়োজন করা হয়। আইজিপি বাহারুল আলম রাজধানীর পুলিশ সদর দপ্তরে কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি তাদের স্বাস্থ্য ও পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে অব্যাহত অঙ্গীকারের কথা শোনেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে আইজিপি বলেন, “পুলিশ বাহিনী দেশের নিরাপত্তা ও জনগণের সেবায় নিয়োজিত একটি সংবেদনশীল প্রতিষ্ঠান। ঈদের পরে কর্মক্ষেত্রে ফিরে আপনাদের মাঝে নতুন উদ্যম দেখে আমি অনুপ্রাণিত।” তিনি দেশসেবায় আরও আন্তরিকতা ও নিষ্ঠার প্রতি গুরুত্বারোপ করে যোগ করেন, “জীবনের ঝুঁকি নিয়ে যে দায়িত্ব আপনারা পালন করেন, তা সম্মানের সঙ্গে স্মরণ করছে গোটা জাতি। এই অঙ্গীকার যেন আমাদের প্রতিদিনের কাজে প্রতিফলিত হয়।”
পুলিশ সদস্যদের মধ্যে সম্পর্কের বন্ধন দৃঢ়করন এবং দলগত সম্প্রীতির লক্ষ্যে প্রতিবছর ঈদ পরবর্তী কর্মদিবসে এই পুনর্মিলনীর আয়োজন করা হয়। এ উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক সম্মান ও সহমর্মিতার বার্তা প্রকাশ পায়, যা সংস্থার অভ্যন্তরীণ সংহতি বাড়াতে সহায়ক।
অনুষ্ঠানে ঢাকাস্থ পুলিশ ইউনিটগুলোর শীর্ষ কর্মকর্তা, হেডকোয়ার্টার্সের বিভিন্ন বিভাগের প্রধানরা ছাড়াও জুনিয়র স্টাফরাও অংশ নেন। এক সাব-ইন্সপেক্টর জানান, “আইজিপি স্যারের সরলতা ও স্নেহশীল আচরণ আমাদের অনুপ্রেরণা জোগায়। এ ধরনের আয়োজন কর্মীদের মনোবল বৃদ্ধিতে ভূমিকা রাখে।”
আইজিপি তাঁর বক্তব্যে পুলিশের জনবান্ধব ভাবমূর্তি আরও সুদৃঢ় করতে সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন। তিনি সম্প্রতি চালু হওয়া ডিজিটাল সেবাসমূহের ব্যবহার বৃদ্ধি এবং অপরাধ দমনে কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা পুনর্ব্যক্ত করেন।