অনলাইন ডেস্ক: ‘ভোস্টক (পূর্ব)’ নামে সামরিক অনুশীলনে চীন ও ভারতের সেনারাও অংশ নিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে পুতিন যে মহড়া পরিদর্শন করেছেন তাতে চীন ও ভারতের সেনা ইউনিট ছিল কিনা তা স্পষ্ট নয়।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে হাসতে ও কৌতুক করতে দেখা গেছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দেশটির পূর্বে বড় ধরনের এক সামরিক মহড়া পরিদর্শন করেন পুতিন। সেখানেই একসময় পুতিনকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে।
জেভেজদা মিলিটারি নিউজ সার্ভিসের এক ভিডিওতে দেখা গেছে, পুতিন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর পাশে বসে আছেন। তারা দুইজনেই মিলিটারি পোশাক পড়েছেন। এ সময় তাদের কৌতুক করতে ও হাসতে দেখা গেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই মহড়ায় অর্ধলক্ষাধিক সেনা অংশ নিয়েছে। এটি সেপ্টেম্বরের ১ তারিখে শুরু হয়। মহড়ায় ১৪০টি বিমান, ৬০টি যুদ্ধজাহাজ এবং ৫ হাজার অস্ত্র ইউনিট অংশ নেয়।
মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও নৌ মহড়ার এক ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যায়, রুশ প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কালিবর ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অনুশীলন করছে।