26 C
Dhaka
Saturday, January 18, 2025

পুকুর থেকে মুদি দোকানির মরদেহ উদ্ধার

চাকুরির খবর

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি  ইউনিয়নের খানারপাড় গ্রামের একটি পুকুর থেকে গাউজ দা‌ড়িয়া (৪৫) নামে এক মুদি দোকানীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটের সময় ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। সে একই গ্রামের আজিম দা‌ড়িয়ার ছেলে।

নিহতের পিতা আজিম দা‌ড়িয়া জানান, গাউজ প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার রাতে বাড়ির পাশে তার নিজ দোকানে ঘুমিয়ে ছিলো। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে আমাদের ও পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে এসে আমার ছেলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

মরদেহ উদ্ধারের সময় উপস্থিত থাকা গ্ৰামবাসী সাংবাদিকদের জানান, নিহতের মাথাসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। অপরদিকে নিহত মুদি দোকানী গাউজ দা‌ড়িয়ার আপন ছোট ২ ভাই শহিদুল দাড়িয়া ও মাফুজ দাড়িয়া দৈনিক নবচেতনা।

পত্রিকার প্রতিনিধিকে বলেছেন গত বুধবার এলাকার কাউম মোল্লার ছেলে ইসরাফিল মোল্লার সঙ্গে দোকানের বাকি টাকা চাওয়া নিয়ে আমার ভায়ের ঝগড়া হয়েছিল ওইসময় ইসরাফিল আমার ভাইকে কুপিয়ে মারার হুমকি দিয়েছিল।

তারা আরো বলেন, ইসরাফিল মোল্লা এলাকায় মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে যুক্ত। তার টিমে গ্ৰামের হাফিজ মোল্লার ছেলে আজিম মোল্লা, খায়ের মোল্লা সহ আরো অনেকে যুক্ত রয়েছে।

এবিষয়ে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আশাকরি দ্রুততম সময়ে আমরা রহস্য উদঘাটন করতে পারবো|

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর