রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য চট্রগ্রাম চুক্তির ২৪ বছর পূর্তি উপলক্ষে পার্বত্য জেলা রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট প্রাঙ্গনে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে উদ্ধোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান, পিএসসি, ডিজিএফআইয়ের অধিনায়ক কর্ণেল সলমন ইবনে এ রউফ, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদ্ দাছ্ছের হোসেন বক্তব্য রাখেন।