33.7 C
Dhaka
Tuesday, March 25, 2025

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবাগত চেয়ারম্যান নিখিল কুমার চাকমা

রাঙামাটি প্রতিনিধি

চাকুরির খবর

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের সামগ্রীক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটানোই হবে আমার চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবাগত চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আজ যে গুরুত্ব দায়িত্ব দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করে পার্বত্য চট্টগ্রামের প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তনের মাধ্যমেই নিজের দায়িত্ব পালন করবো।

সোমবার ১২ জুলাই রাঙামাটিতে প্রবেশ কালে রাঙামাটি জেলা আওয়ামীলীগ ও রাঙামাটি সর্বস্তরের জনগন তাকে ফুলের শুভেচ্ছা জানানো কালে সংবর্ধনার জবাবে তিনি এ কথা বলেন।

সোমবার ১২ জুলাই দুপুরে ঢাকা থেকে সড়ক পথে রাঙামাটি আসার প্রবেশ পথে কাউখালী উপজেলার বেতবুনিয়ায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধূরী, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামশুদোহা চৌধূরী ও আওয়ামীলীগের নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারন ফুলেল শুভেচ্ছা জানান।

এর পর রাঙামাটিতে আসার সময় ঘাগড়া, চম্পাতলী, মানিকছড়িসহ বিভিন্নস্থানে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

রাঙামাটির ভেদভেদীস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিশ্রামাগারে এসে পৌছলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান আশিষ কান্তি বড়–য়া,সদস্য ড. প্রকাশ কান্তি চৌধুরী, জেলা আওয়ামীগের সহ-সভাপতি রুহুল আমিন, চিংকিউ রোয়াজা, সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী সোলায়মান বাদশা, সাধারণ সম্পাদক মনসুর আলী সহ রাঙামাটি জেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করে নেয়া হয়।

পরে নবাগত চেয়ারম্যান বঙ্গবন্ধুর প্রতিকৃতি, জাতীয় চার নেতার প্রতিকৃতি ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন। পরে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে গিয়ে উন্নয়ন বোর্ডের চেয়ারস্যান ও সদস্যদের সাথে মতবিনিময় করেন।

বিকেল সাড়ে তিনটায় রাঙামাটি জেলা আওয়ামলীগ কার্যালয়ে অনুষ্টিত সংবর্ধনা সভায় যোগদান করেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর