অনলাইন ডেস্ক: ডন এক প্রতিবেদনে জানিয়েছে, সরকারপ্রধান হিসেবে পাওয়া উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে (তোশাখানা মামলা) দায়ের হওয়া মামলায় হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদের সেকশন কোর্ট।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ইমরান খান।পরোয়ানা জারির কয়েকদিন পর তাকে গ্রেফতার করতে গেল পুলিশ।
পাকিস্তান পুলিশের বরাত দিয়ে আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, পুলিশ যখন তার বাসায় যায় তখন সেখানে ৭০ বছর বয়সী ইমরান খান ছিলেন না। একজন পুলিশ সুপারের বরাত দিয়ে প্রতিবেদনে আরো জানানো হয়, ‘ইমরান খান গ্রেফতার এড়ানোর চেষ্টা করছেন।’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানকে গ্রেফতার করতে তার লাহোরে জামান পার্কের বাসভবনে গেছে পুলিশ।