21 C
Dhaka
Saturday, November 23, 2024

পরীক্ষামূলক সম্প্রচারে স্পাইস টিভি

বিডিনিউজ ডেস্ক | ঢাকা | ৩১শে জুলাই, ২০২১ খ্রিস্টাব্দ, শনিবার, ১৬ই শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ , বর্ষাকাল, ২১শে জিলহজ, ১৪৪২ হিজরি

চাকুরির খবর

পরীক্ষামূলক সম্প্রচার শুরু করলো স্পাইস টেলিভিশন। ৩০ জুলাই (শুক্রবার) রাত ১টা ২০ মিনিটে দেশের ৩৭ তম টেলিভিশন হিসেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সম্প্রচারে আসে ‘স্পাইস’।

এর আগে ২৮ জুলাই বাংলাদেশ স্যটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসএল)-এর সঙ্গে টেলিভিশনটির বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়।

এসময় বিএসসিএলের পক্ষ থেকে চুক্তি সই করেন বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), মো. শফিকুল ইসলাম এবং স্পাইস টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান।

স্পাইস টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান, এডিটর ইন চিফ তুষার আবদুল্লাহ (সময় টেলিভিশনের সাবেক হেড অব নিউজ)।

স্পাইস টেলিভিশনের মালিক প্রতিষ্ঠান সিটি গ্রুপ। বাংলাদেশের ২৪ ঘণ্টার নিউজ ভিত্তিক টেলিভিশন চ্যানলেন সময় টিভিরও ৭৫ ভাগ মালিকানা রয়েছে সিটি গ্রুপের।

স্পাইস টেলিভিশনের ডাউনলিংক প্যারামিটার- https://e8d1dcf4c6a4293d8e0772d9094b1077.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html

স্যাটেলাইট- বঙ্গবন্ধু স্যাটেলাইট (বিএস-১), ডাউনলিংক ফ্রিকোয়েন্সি- ৪৬৮০ মেগাহার্জ, সিম্বল রেট- ৩০০০০ কেএসপিএস, পোলারাইজেশন- হরাইজন্টাল, মড্যুলেশন- ৮ পিএসকে, এফইসি- ২/৩, কম্প্রেশন: এইচ ই ভি সি (এইচডি)।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর