19 C
Dhaka
Sunday, January 19, 2025

নেতায় নেতায় প্রতিযোগিতা থাকতে পারে, কর্মী হলো শেখ হাসিনার কর্মী, কোন ভেদাভেদ থাকতে পারে না: নানক

চাকুরির খবর

বিডিনিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নেতায় নেতায় প্রতিযোগিতা থাকতে পারে। তবে কর্মী হলো শেখ হাসিনার কর্মী। তাদের মধ্যে কোন ভেদাভেদ থাকতে পারে না। এ মঞ্চ তা প্রমাণ করেছে।

এখানে জেলা, মহানগরসহ সব কমিটির নেতারা একসঙ্গে বসেছেন। আমাদের একটাই টার্গেট আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে নৌকাকে জেতানো।

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্কে বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নানক আরও বলেন, সেলিনা হায়াৎ আইভীকে নৌকা প্রতীকে জয় এনে দেওয়ার ম্যাসেজ পৌছানোর জন্য আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আমাদেরকে আপনাদের কাছে পাঠিয়েছে।

এখানে যারা নেতাকর্মীরা আছেন তারা সবাই ভোটারদের ঘরে ঘরে যাবেন, তাদের বুঝাবেন, ভোটকেন্দ্রে তাদের নিয়ে আসবেন।

আইভীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। তবে বিএনপির একজন নেতা এখানে নির্বাচনে প্রার্থী হয়েছেন। আসলে তিনি আপাতত লেভেলটা বদলে মাঠে নেমেছেন।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আহমদ হোসেন হুমায়ুন, এবিএম মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রমুখ।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর