25 C
Dhaka
Saturday, January 18, 2025

নিউ মার্কেট অগ্নিকাণ্ড: মার্কেটের ভেতর অনেক আগুন, অধিকাংশ দোকান পুড়ে ছাই!

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: মার্কেটের দ্বিতীয় তলায় তাদের আন্ডার গার্মেন্টসের দোকান। জীবনের ঝুঁকি নিয়ে তিনিসহ দোকানের কর্মচারীরা মালামাল বের করেতে মার্কেটের ভেতর ঢুকেছেন। এরমধ্যে কিছু মালামাল বের করে নিয়ে এসেছেন। এখনও সব মালামাল নিয়ে আসা সম্ভব হয়নি।

জাহাঙ্গীর নামে আরেকজন জানান, মার্কেটের ভেতর অনেক আগুন, অধিকাংশ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। নিচতলায় এবং প্রথম ও দ্বিতীয় তলার সিঁড়ির কাছাকাছি থাকা দোকানগুলোর মালামাল শুধু বের করা সুযোগ হয়েছে। বাকি দোকানের মালামাল বের করার সুযোগ পায়নি ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ২৮টি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করছে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর