যান চলাচল স্বাভাবিক করার জন্য এ অভিযান চলছে। অভিযানের অংশ হিসেবে নিউমার্কেট ক্রসিং থেকে ঢাকা কলেজ পর্যন্ত সড়কের উভয় পাশে এবং গাউছিয়া মার্কেট থেকে বাটা সিগনাল পর্যন্ত অবৈধভাবে সড়ক দখল করে দোকানপাট বসিয়ে যানজট সৃষ্টিকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সড়ক দখলমুক্ত করা হয়েছে।
রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা নিউমার্কেট ও আশপাশের সড়ক এবং ফুটপাত দখলমুক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।
নিউমার্কেট এলাকায় চলাচলকারী যাত্রী ও পথচারীরা পুলিশের এই কার্যক্রমে সন্তোষ প্রকাশ করছেন। ডিএমপি কমিশনারের নির্দেশনা মোতাবেক সড়কের অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
শনিবার (১ জুন) ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশনায় এই অভিযান চালানো হয়।