অনলাইন ডেস্ক: মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে কামরাঙ্গীরচর দেওয়ান বাড়ি এলাকার বাসা থেকে নাহিদ কর্মস্থলে যাচ্ছিলেন। নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সময় আহত অবস্থায় নাহিত রাস্তায় পড়েছিলেন।
পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী ও ছাত্রদের সংঘর্ষের ঘটনায় আহত অবস্থায় মারা যাওয়া নাহিদ হোসেন কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন। তিনি ৬ মাস আগে বিয়ে করেছেন। স্ত্রী ডালিয়া আক্তারকে নিয়ে কামরাঙ্গীরচরে তিনি ভাড়া বাসায় বসবাস করতেন।
নাহিদ বাটা সিগনালের কাছে ডি লিংক নামে একটি কুরিয়ার সার্ভিসে ডেলিভারিম্যানের চাকরি করতেন।
আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন মৃত্যুর নিশ্চিত করেন। তিনি জানান, নাহিদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে