22 C
Dhaka
Saturday, January 18, 2025

নায়ক হিসেবে নয়, এই এলাকার সন্তান হিসেবেই মনোনয়ন চেয়েছি: ফেরদৌস

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: ‘আমি এ এলাকার সন্তান। আমার জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা এখানেই। এলাকার রাস্তাঘাট থেকে প্রতিটি অলিগলি আমার চেনা। আমি জানি এখানে আমার কী করা প্রয়োজন।

আর এলাকার মানুষের কাছে আমি নায়ক হিসেবে পরিচিত নই, তাদের কাছে আমি সন্তানের মতো। তাই নায়ক হিসেবে নয়, এই এলাকার সন্তান হিসেবেই মনোনয়ন চেয়েছি।’

মনোনয়ন পাওয়ার বিষয়ে সম্ভাবনা কতটুকু প্রশ্নে ফেরদৌস বলেন, ‘আমি প্রায় দুই যুগ ধরে সামাজিক অনেক কাজে জড়িত আছি।

আমি মনে করছি, আমার একটা জায়গা প্রয়োজন, যেখান থেকে মানুষের পাশে আরও নানাভাবে দাঁড়াতে পারব। সে জায়গা থেকে মনোনয়ন ফরম কিনেছি।

এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার অপেক্ষায় আছি। তিনি যে সিদ্ধান্ত নেবেন তা মেনে নেব।’

অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের ইন্তেকালের পর তার আসন (ঢাকা-১৭) মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন একাধিক তারকা।

তবে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিলো ছোটপর্দার অভিনেতা সিদ্দিক। এরপর নায়ক ওমর সানীর মাধ্যমে আলোচনায় আসেন নায়ক ফেরদৌস।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর