শুধু মেহজাবীনের বোন হওয়ার কারণে তাকে সুযোগ দিইনি। মেহজাবীনের গল্পে এমন একটি চরিত্রের প্রয়োজন ছিল, যেখানে নতুন কাউকে মানাবে। সেই বিবেচনায় মালাইকার কথাই প্রথমে মাথায় আসে। তার মধ্যে অভিনয়ের প্রতিভা রয়েছে, আর শুটিংয়ে সে দারুণ মনোযোগী। আমার বিশ্বাস, মালাইকা দর্শকদের মন জয় করতে পারবে।
বিশেষ আকর্ষণ হলো, এই নাটকের গল্পের ভাবনা মেহজাবীন চৌধুরীর। নাটকটি রচনা ও পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর পদাঙ্ক অনুসরণ করে ছোট বোন মালাইকা চৌধুরীও অভিনয়ে নাম লিখিয়েছেন। তাকে দেখা যাবে ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে, যেখানে সহশিল্পী হিসেবে রয়েছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান।
মালাইকা এর আগে আদনান আল রাজীবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে হিমালয়া ন্যাচারাল গ্লো রোজ ফেসওয়াশের বিজ্ঞাপনে তাকে দেখা যায়।
নাটকে অভিষেক হওয়ায় উচ্ছ্বসিত মালাইকা চৌধুরী বলেন, ‘শুটিং করতে খুব ভালো লাগছে। বোনের গল্প এবং রাজ ভাইয়ার পরিচালনায় কাজ করতে পেরে আমি আনন্দিত। সহশিল্পী হিসেবে জোভান ভাই অনেক সহায়তা করছেন। দর্শকদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষায় আছি।