অনলাইন ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং এনএসইউয়ের উপাচার্য আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ও পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক বুলবুল সিদ্দিকী উদ্বোধনী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কুনমিং ন্যাশনাল সং অ্যান্ড ডান্স থিয়েটারের একক পরিবেশনা ছিল। পাশাপাশি চীনা ও বাংলাদেশি সংস্কৃতির সংমিশ্রণকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্যের মধ্য দিয়ে উপস্থাপন করেন।
অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত আশা প্রকাশ করে বলেন, এই অনন্য ও সমৃদ্ধ সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে দুই দেশ একে অপরের সংস্কৃতির প্রতি গভীর উপলব্ধি অর্জন করবে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) ‘চায়না বাংলাদেশ কালচার অ্যান্ড আর্ট শো’-এর আয়োজন করা হয়েছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট ও চীন দূতাবাস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।