32 C
Dhaka
Sunday, March 30, 2025

নতুন চেয়ার বসানো হচ্ছে মিরপুর স্টেডিয়ামে

চাকুরির খবর

বিডিনিউজ ডেস্ক: সেই ২০১১ সালের আইসিসি বিশ্বকাপের সময় নতুন সাজে সেজেছিল দেশের ক্রিকেট স্টেডিয়ামগুলো। রাজধানীর ঢাকার শেরে বাংলা, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম, সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বসানো হয়েছিল রং-বেরংয়ের চেয়ার।

প্রায় এক দশক আগে বসানো চেয়ারগুলো আর অক্ষত নেই। সময়ের প্রবাহমানতায় সেগুলোর বড় অংশই ভেঙ্গে গেছে। মাঝেমধ্যে ভাঙ্গা চেয়ারগুলো মেরামত করা হয়েছে। তবে একদম নতুনভাবে আর চেয়ার বসানো হয়নি।

এবার বিসিবির নতুন পরিচালক পর্ষদ নির্বাচিত হবার পর বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘আমরা বিভিন্ন স্টেডিয়ামের নতুন চেয়ার বসাবো।’ তার কথাতেই বোঝা যাচ্ছিল জাতীয় ক্রীড়া পরিষদ নয়, বিসিবিই শেরে বাংলাসহ বিভিন্ন স্টেডিয়ামের চেয়ার বসানোর কাজ করবে।

অবশেষে কথা অনুযায়ী কাজ শুরু হতে যাচ্ছে। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বৃহস্পতিবার জানিয়ে দিলেন, তারা খুব শিগগিরই অবকাঠামোগত উন্নয়ন কাজে হাত দেবেন এবং একেকটি স্টেডিয়াম ধরে ধরে অবকাঠামোর উন্নয়ন কাজ সম্পন্ন করবেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর