নতুন কোন করারোপ ছাড়াই লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ২০২১-২২ অর্থবছরের ৩১ কোটি ৫ লাখ ৫৬ হাজার ২৪৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে (৩০ জুন) দুপুরে রায়পুর পৌরসভার মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট।
বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি ৩৩ লাখ ৬২ হাজার টাকা। ব্যয় দেখানো হয়েছে ৯ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা।
পৌর সচিব আবদুল কাদেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রায়পুর পৌর আওয়ামীলীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কিবিল্লাহ, পৌরসভার প্যানেল মেয়র আইনুল কবির মনির, জাতীয়পার্টির সভাপতি ও কাউন্সিলর আনোয়ার হোসেন বাহার, প্যানেল মেয়র শিশির পাঠান, নাজমে আরা মনি, ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সভাপতি ইমাম হোসেনসহ সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তি বর্গ।
এসময় বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।