লক্ষ্মীপুর প্রতিনিধি: ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প অবহিতকরণ সভা ১৬ নভেম্বর (মঙ্গলবার) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: আবদুল গফফার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরই আলম, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন।
বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাড: রতন লাল ভৌমিক, সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি শংকর মজুমদার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) পরিমল মন্ডল, রুবেল চন্দ্র শীল, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক এস এম জাকির উল আলম প্রমুখ।
এসময় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এই প্রকল্পের মাধ্যমে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করা হবে। এতে হিন্দু আইন, পূজা প্রদ্ধতি, ভূমি আইন, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ, সামাজিক মূল্যবোধ, কৃষি বনায়ন, গবাদি পশু পালন, খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হবে।