33 C
Dhaka
Wednesday, April 2, 2025

ধর্মপাশার সুখাইড় রাজাপুরে কৃষক সমাবেশ

চাকুরির খবর

সুনামগঞ্জ প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে তিন মাসব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে উপজেলার রাজাপুর উত্তর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশে

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কৃষকদের কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক এবং সিলেট বিভাগীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক,সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক।

প্রধান অতিথি বক্তব্যে আনিসুল হক,প্রান্তিক কৃষকদের মধ্যে তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মাণের ৩১ দফার পরিকল্পনা তুলে ধরেন। তলাবিহীন ঝুড়িতে পরিণত এই বাংলাদেশকে আত্মনির্ভর করতে কৃষকদের ভূমিকা অপরিসীম। আগামীর বাংলাদেশকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করতে কি কি পদক্ষেপ নিলে প্রান্তিক কৃষক সমাজের জীবনমানের উন্নয়ন হবে সর্বোপরি বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন হবে তার একটি ধারণা এই সমাবেশ তারেক রহমানের দিক নির্দেশনার বাস্তবায়নের মাধ্যমে অচিরেই এই অবহেলিত জনপদকে আত্মনির্ভরশীল জনপদে পরিণত করা হবে জানান তিনি।

ধর্মপাশা উপজেলা কৃষকদলের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলন মজুমদার কবিরের সঞ্চালনায কৃষক সমাবেশে কৃষক সমাবেশ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর