...
Thursday, April 17, 2025

দেশে আবারও পেঁয়াজের দাম বেড়েছে!

চাকুরির খবর

ভারত থেকে নতুন করে পেঁয়াজ না আসায় গতকাল বৃহস্পতিবার দেশে আবারও পেঁয়াজের দাম বেড়ে যায়। বর্তমানে তা ১২০-১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে প্রশাসনের তৎপরতার কারণে চালের দাম সামান্য কমলেও সপ্তাহের ব্যবধানে দ্বিগুণের বেশি দামে বিক্রি হচ্ছে শসা।

অন্যদিকে রাজধানীর বিভিন্ন বাজারে মুরগি ১০ থেকে ২০ টাকা, গরু এবং ছাগলের মাংসের দাম কেজিতে বেড়েছে ২০-৩০ টাকা। অপরদিকে সরকার শুল্ক কমালেও খুচরা বাজারে কমেনি খেজুরের দাম। তবে দাম নিয়ন্ত্রণে কঠোর অভিযান পরিচালনার দাবি ভোক্তাদের। 

ভারত সরকার গত ৭ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপরই দেশে হু হু করে পেঁয়াজের দাম বেড়ে যায়। ওই সময় পেঁয়াজের দাম কেজি ২০০ টাকা ঠেকে। এরপর বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ভারতের বাণিজ্যমন্ত্রীকে ১ লাখ টন চিনি ও ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির পদক্ষেপ নিতে অনুরোধ করেন। 

পেঁয়াজের দাম বেশি। ১১০-১১৫ টাকায় বিক্রি হচ্ছে। যা গতকাল (বুধবার) ছিল ১০০ টাকা কেজি। কারণ জানতে চাইলে তিনি বলেন, ভারত পেঁয়াজ দেবে বললে অনেকে কম দামে ছাড়ে। কিন্তু বন্দর থেকে না আসায় আবার বাড়তে শুরু করে। কারণ দেশে মুড়িকাটা পেঁয়াজ শেষ হয়ে আসছে। তবে হালি পদ্ধতিতে চাষ করা পেঁয়াজ বাজারে আসতে আরও সপ্তাহ খানেক লাগবে। আর এ কদিনে ভারত পেঁয়াজ না দিলে বেশি দামেই কিনতে হবে। 

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.