দেশের প্রথম মেট্রোরেল ট্রেন চলবে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে। যা দেশে কোনো ট্রেনের সবচেয়ে বেশি গতিতে চলার রেকর্ড। মেট্রোরেলের ট্রেনগুলোর সবকিছু জাপানে তৈরি হলেও ট্রেনের ব্রেক সিস্টেম ও এয়ার কন্ডিশনিং ইউনিট আনা হয়েছে যথাক্রমে জার্মানি ও অস্ট্রেলিয়া থেকে।
মেট্রোরেল সূত্রে জানা গেছে,আগামী বছর ডিসেম্বরে মেট্রোরেল যখন চালু হবে তখন গড়ে প্রতি সাড়ে তিন মিনিট পর পর একটি ট্রেন চলবে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত। তবে গুরুত্বপূর্ণ কর্মঘণ্টায় এবং কম গুরুত্বপূর্ণ কর্মঘণ্টায় ট্রেনের সময় বাড়বে ও কমবে।
মেট্রোরেলের যে সাত সেট কোচ বা ট্রেন দেশে আনা হয়েছে সেগুলোর প্রত্যেকটিতে ছয়টি করে কোচ রয়েছে। এতে একসঙ্গে যাত্রী পরিবহন করা সম্ভব দুই হাজার ৩০৮ জন।
জাপান থেকে মেট্রোরেলের রেল কোচ আনার কার্যক্রম শুরু হয়েছিল ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর। প্রথম রেল কোচ বা ট্রেন সেট দেশে আসে চলতি বছরের ২৩ এপ্রিল।
এরপর পর্যায়ক্রমে গত ৩ জুন, ১৯ ও ২০ আগস্ট এবং ৭, ২৪ ও ২৫ অক্টোবর ছয় সেট রেল কোচ (ট্রেন) উত্তরার দিয়াবাড়ি ডিপোতে পৌঁছেছে। ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় সেটের কার্যকরী পরীক্ষা ও অন্যান্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন তৃতীয় থেকে সপ্তম সেট ট্রেনের কার্যকরী পরীক্ষার কাজ চলছে।
অন্যদিকে, ভায়াডাক্টের উপর দুই দফা ট্রেন চলাচলের পরীক্ষা শেষে গত ২৩ অক্টোবর থেকে প্রথম সেটের কর্মক্ষমতা পরীক্ষা চলছে। এই পরীক্ষা চলবে ছয় মাস। এরপর তিন মাস চলবে সমন্বিত পরীক্ষা।
এই পরীক্ষা শেষ হওয়ার পর বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরুর আগে পরীক্ষামূলকভাবে চলাচল করবে পাঁচ মাস। এরপরই আগামী বছরের ডিসেম্বরে সরাসরি যাত্রী পরিবহনে আসবে দেশের প্রথম মেট্রোরেল।