16 C
Dhaka
Sunday, January 19, 2025

দেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে বিএনপি, জনগণকে কিছুই দিতে পারেনি: প্রধানমন্ত্রী

চাকুরির খবর

বিডিনিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে বিদেশে লবিস্ট নিয়োগে কোটি কোটি টাকা খরচের ব্যাখ্যা বিএনপিকে দিতে হবে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় এমন কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লবিস্ট নিয়োগ করেছে বিএনপি। এর মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা। লবিস্ট ফার্মকে মিথ্যা তথ্য দিচ্ছে দলটি।

শেখ হাসিনা বলেন, এজন্য কোটি কোটি টাকা খরচ করেছে বিএনপি। এই টাকা কোথা থেকে পেলেন তারা? এর জবাব তাদের দিতে হবে। অবশ্যই ব্যাখ্যা দিতে হবে।

তিনি বলেন, এ দেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে বিএনপি। জনগণকে কিছুই দিতে পারেনি তারা। লবিস্ট লাগিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। এজন্য শত শত কোটি টাকা খরচ করেছে দলটি।

সরকারপ্রধান বলেন, কোনো জনকল্যাণের জন্য লবিস্ট নিয়োগ করেনি বিএনপি। যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে, জঙ্গিদের রক্ষা করতে, জাতির পিতার হত্যাকারীদের রক্ষার্থে, দেশের ভাবমূর্তি নষ্টের জন্য তা করেছে দলটি।

তিনি জানান, সাধারণত পিআর ফার্ম নিয়োগ করা যায়। যাতে দেশে বিদেশি বিনিয়োগ বাড়ে। আমাদের উৎপাদন যেন বৃদ্ধি পায়। আমরা যেন বেশি রপ্তানি করতে পারি সেজন্য করা হয়। কিন্তু লবিস্ট নিয়োগে সম্পূর্ণ বিপরীত ভাবনা থাকে।

এ সময় লবিস্ট নিয়োগে বিএনপির বিপুল বৈদেশিক মুদ্রার উৎস খুঁজে দেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর