26 C
Dhaka
Saturday, January 18, 2025

দুস্থ ও অসহায়রা পেল সাড়ে ৪ হাজার কম্বল

চাকুরির খবর

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় অসহায় ও দুস্থদের মঝে সাড়ে ৪ হাজার কম্বল বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা ও আগ্রণী ব্যাংকের পরিচালক কেএমএন মঞ্জুরুল হক লাবলু।

শনিবার দুপুরে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ২ হাজার কম্বল বিতরণ করেন। পরে তিনি কোটালীপাড়া উপজেলা আওেয়ামী লীগ কার্যালয়ে ২ হাজার ৫ শ’ কম্বল বিতরণ করেন।  

এর আগে সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে তিনি ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর জন্য বিশেষ দোয়া মোনাজাত করেন। 

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, সাবেক ছাত্রলীগ নেতা শেখ ওয়ালিদুর রহমান হীরা, গোপালগঞ্জ অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক সমর কুমার রায়, টুংগীপাড়া শাখা ব্যবস্থাপক অসীম কুমার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর