19 C
Dhaka
Sunday, January 19, 2025

দুই দিনেই এক মিলিয়নের পথে তাপস-নার্গিসের মিউজিক ভিডিও

বিডিনিউজ ডেস্ক

চাকুরির খবর

তাহলে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী-সুরকার কৌশিক হোসেন তাপস এর কণ্ঠে গাওয়া গানের মিউজিক ভিডিওতে ধরা দিলো বলিউড সেনসেশন নার্গিস ফাখরি।

‘নিত দিন জিয়ান মারান’ শিরোনামের এই গানটি নির্মাণ করা হয় বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। প্রযোজনা প্রতিষ্ঠান এমবি মিউজিকের ইউটিউব চ্যানেল ২৪ মে প্রকাশিত হয়েছে গানটি।

মজার বিষয় হচ্ছে এই গানটি কিন্তু পাঞ্জাবী ভাষায় গেয়েছেন কৌশিক হোসেন তাপস। প্রেমের গানটির ভিডিও ২০১৮ সালে নির্মাণ হয় তুরস্কের বিভিন্ন ঐতিহাসিক লোকেশনে। সে বছরই বলিউডের আরেক সেনসেশন সানি লিওনকে নিজের গানের মডেল করে বড় চমক সৃষ্টি করেছিলেন তাপস। এবার নারগিস ফাখরিকে নিয়ে হাজির হলেন তিনি।

গানটিতে অংশ নেয়ার অনুভূতি প্রসঙ্গে নারগিস ফাখরি জানিয়েছেন, ‘কাপ্পডোসিয়ায় (তুরস্কের একটি দর্শনীয় শহর) শুটিং আমার জন্য মনোমুগ্ধকর একটি অভিজ্ঞতা। গানটি শোনার পর থেকেই এটি আমার ভালো লেগেছে। আশা করছি এর ভিডিওতে আমাকে ভালো লাগবে দর্শকের।’

এছাড়া এর আগে গত ৫ মে একাধিক আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রকাশিত হয় গানটির অডিও এবং অবশেষে ঈদ উৎসবকে কেন্দ্র করে প্রকাশিত হলো গানটির মিউজিক ভিডিও।

গানটির প্রচারণায় অংশ নিচ্ছেন নারগিস ফাখরিও। তার ভেরিফায়েড ফেসবুক পেইজসহ অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্টগুলোতেও নিয়মিতই প্রচারণা চালাচ্ছেন তিনি।

দিকে নতুন এই গান নিয়ে তাপস বলেন, ‘গান আমার প্রাণশক্তির উৎস। মিট ব্রসের মতো সংগীত পরিচালকের দারুণ সংগীতায়োজনে পাঞ্জাব ভাষায় গানটি করা খুব একটা সহজ ছিলো না।

আমি মনে প্রাণে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আশা করি গানটির প্রতি আমি সুবিচার করতে পেরেছি।’

দর্শকদের কাছ থেকেও কিন্তু এই গান বেশ ভালো সাড়া পাচ্ছে। দুইদিনেই এই গান এক মিলিয়ন ভিউসের পথে হাটছে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর