26 C
Dhaka
Saturday, January 18, 2025

দুই দশকের বেশি সময় ধরে কেয়ার জনপ্রিয়তা

বিডিনিউজ ডেস্ক

চাকুরির খবর

দেশীয় চলচ্চিত্রে নিজের অভিনয় ক্যারিয়ারের দুই দশকের বেশি সময় পার করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা ও টেলিভিশন মডেল সাবরিনা সুলতানা কেয়া।

নিজের রূপ – সৌন্দর্য আর মেধার সংমিশ্রণে তিনি এখনও ধরে রেখেছেন নিজের গ্ল্যামারাস তরুণী নায়িকার ইমেজ।

করোনা পরিস্থিতিতেও কেয়া অভিনয় করছেন একের পর এক নতুন চলচ্চিত্রে। গেলো বুধবার তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘কথা দিলাম’ নামের আরেকটি নতুন ছবিতে। ছবিটি পরিচালনা করবেন জী. স্বাধীন। এতে কেয়ার বিপরীতে অভিনয় করবেন জামশেদ নামের একজন নতুন নায়ক।

নতুন এই ছবিটি প্রসঙ্গে কেয়া বলেন, গ্রামীণ পটভূমির গল্পে ‘কথা দিলাম’ নির্মাণ করা হবে। এই ছবির গল্পটি আমার অনেক পছন্দ হয়েছে, এতে অভিনয়ের জন্যে চুক্তিবদ্ধ হয়েছি। আগামী ২৫ জুন থেকে মানিকগঞ্জের আউটডোর লোকেশনে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

নতুন নায়কের বিপরীতে কাজ করলে ক্যারিয়ারে কোনও প্রভাব পড়বে কিনা জানতে চাইলে কেয়া বলেন, আমি শুরু থেকেই সবার সঙ্গে কাজ করছি।

আমি মনে করি নতুন একজন নায়কের পাশে প্রতিষ্ঠিত নায়িকারা না দাঁড়ালে সে তো কাজের সুযোগ পাবে না। কিম্বা প্রতিষ্ঠাও পাবে না। তাই চলচ্চিত্রের স্বার্থেই আমি নতুনদের সঙ্গে কাজ করতে আপত্তি করি না।

কেয়া জানান, সম্প্রতি তিনি অভিনয় করেছেন একাধিক নতুন ছবিতে। নতুন ছবির নাম জানতে তিনি বলেন, আলী আজাদের ‘বনলতা’ ছবির চিত্রধারণের কিছু কাজ শেষ করেছি। এই ছবিতে আমার বিপরীতে আছেন সাইফ খান।

এছাড়া রকিবুল আলম রাকিবের ‘ইয়েস ম্যাডাম’ ও ‘সীমানা’ ছবির কাজ শেষ হয়েছে। প্রথমটিতে শিপন মিত্র ও দ্বিতীয়টিতে সাইফ খান আমার বিপরীতে অভিনয় করছেন। ‘সীমানা’ ছবির ডাবিং বাকি আছে।

ইদানিং কম বাজেটে ছবি নির্মাণ নিয়ে নেতিবাচক আলোচনা হচ্ছে। বিষয়টি নিয়ে কেয়ার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, বাজেট কম হলেও যদি কাজ গোছানো হয়, তাহলে ভাল ছবি হতে পারে।

দর্শক বুঝতে পারবে না এটি কম বাজেটের ছবি। নির্দিষ্ট সময়ে কাজ শুরু করে পূর্ব নির্ধারিত সময়ে কাজ শেষ করলে খরচ বাঁচে। তাই আমি মনে করি না বাজেটের জন্য ছবির মান খারাপ হবে।

চলতি সময়ে ওয়েব ফিল্মে কাজ করছেন অনেক চিত্রতারকা। কেয়া জানালেন তার কাছেও ওয়েব ফিল্মের প্রস্তাব আসছে। ওয়েব সিরিজে অভিনয়ের বিষয়ে তার ভাষ্য, আমার কাছে ওয়েব ফিল্ম ও সিরিজে কাজের প্রস্তাব আসছে। এখনও পছন্দসই গল্প পাচ্ছি না। যদি গল্প পছন্দ হয় তাহলে নতুন এই প্লাটফর্মে অবশ্যই কাজ করব।

নিজের ভক্ত – দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কেয়া জানালেন চলতি সময়ের আলোচিত সাইবার বুলিং থেকে তিনি নিরাপদ আছেন। কেয়া বলেন, যারা সাইবার বুলিং করে তাদের কাছে অনুরোধ, তারা যেন এই হীন মানসিকতা দূর করে।

একজন মানুষকে কটূ কথা বলে কারও কোনো ভালো হয় না। আমি আমার ভক্ত – দর্শকদের কাছে কৃতজ্ঞ, তারা আমাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করেন না।

ছায়াছন্দ

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর