গোপালগঞ্জ প্রতিনিধি: বাঙালির অবিসংবাদিত নেতা ,স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপন করেছে গোপালগঞ্জের রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষের বিভিন্ন কর্মসূচির উপর সকাল দশটায় স্কুলের একাডেমিক ভবনের সামনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সুশান্ত কুমার বিশ্বাস।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, স্বাস্থ পরিদর্শক বিবেকানন্দ মালাকার, সহকারি শিক্ষক হেলেন রানী বিশ্বাস, রবীন্দ্রনাথ দাস, সীমা বিশ্বাস, অনুপম বিশ্বাস, নিতাই ভক্ত, প্রকাশ দাস, রাজীব বিশ্বাস, প্রকাশ বালা, চলন্তিকা বাড়ৈ, লাবনী হীরা প্রমুখ।
সাংকৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃতি, নৃত্য ও সঙ্গীত পরিবেশনে বিদ্যালয়ের ছাএ, ছাত্রীরা অংশ গ্রহন করে। এছাড়াও অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন।