19 C
Dhaka
Sunday, January 19, 2025

দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

চাকুরির খবর

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ কোর্ট বিল্ডিং চত্বরে বৃহস্পতিবার দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাদিউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মদনমোহন রায়, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর প্রমুখ।

প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ হুসাইন মোঃ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে খামারিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ডেইরি এসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন খামারের প্রতিনিধিগণ গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, কবুতর, তিতপাখিসহ বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করেন।

এছাড়াও প্রদর্শনীতে এরিনা ফার্মা লিমিটেড, রেনেটাসহ বিভিন্ন  ভেটেরিনারি কোম্পানি তাদের উৎপাদিত চিকিৎসা সামগ্রি প্রদর্শন করে।

পরে ৫ টি ক্যাটাগরিতে উপজেলার ১৫ জন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী খামারিকে ৯০ হাজার নগদ টাকা পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর