অনলাইন ডেস্ক: মার্কিন বিমান বাহিনীর যুদ্ধবিমানটি উত্তর কোরিয়ার সীমান্ত থেকে ৬৪ কিলোমিটার দূরে ওসান বিমান ঘাঁটির কাছে কৃষি জমিতে বিধ্বস্ত হয়েছে।
এতে আরও বলা হয়, পাইলট নিরাপদে যুদ্ধবিমান থেকে বের হতে পেরেছেন। তাকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পাইলট নিয়মিত প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন এবং এই ঘটনার তদন্ত চলছে।
প্রশিক্ষণ চলাকালেদক্ষিণ কোরিয়ায় মার্কিন ঘাঁটির কাছে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (৬ মে) দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় সকাল পৌনে ১০টায় এ ঘটনা ঘটে। খবর সিএনএন।