22 C
Dhaka
Saturday, January 18, 2025

তেলসমৃদ্ধ দেশগুলোর সঙ্গে শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক গড়তে হবে: প্রধানমন্ত্রী

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: রোববার (১১ জুন) সন্ধ্যায় গণভবনে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের (সিডব্লিউইআইসি) ডেপুটি চেয়ারম্যান লর্ড হুগো জর্জ উইলিয়াম সুইয়্যারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

কমনওয়েলথভুক্ত দেশগুলো ছাড়াও সৌদি আরব ও কাতারের মতো তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে কমনওয়েলথ দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নিজেদের মধ্যে পারস্পরিক ব্যবসা-বাণিজ্য জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

তিনি কমনওয়েলথ দেশগুলো ছাড়াও অন্য দেশগুলোর সঙ্গে বিশেষত তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ যেমন- সৌদি আরব এবং কাতারের সঙ্গে শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার ওপরও জোর দেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে ১৩-১৪ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠেয় প্রথমবারের মতো ‘কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম’ বিষয়ে অবহিত করেছেন। বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সিডব্লিউইআইসি এই ফোরামটির আয়োজন করবে। ফোরাম অনুষ্ঠান আয়োজনের জন্য প্রধানমন্ত্রী সিডব্লিউইআইসিকে স্বাগত জানান।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর