26 C
Dhaka
Saturday, January 18, 2025

তেজগাঁও শিল্পাঞ্চলে গাঁজাসহ গ্রেফতার ১

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ আব্দুল মতিন।

আজ বুধবার সন্ধ্যা ৭:৩০ টায় দক্ষিন বেগুন বাড়ী রোডস্থ বাংলাদেশ বিদুৎ উন্নয়ন বোর্ড অফিসার্স কোয়াটারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার এস.এম হাসান সিদ্দিকী ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এক মাদক কারবারি তেজগাঁও শিল্পাঞ্চল থানার দক্ষিন বেগুন বাড়ী রোডস্থ বাংলাদেশ বিদুৎ উন্নয়ন বোর্ড অফিসার্স কোয়াটারের সামনে পাকা রাস্তার উপর গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মতিনকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত মতিনের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু হয়েছে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর