অনলাইন ডেস্ক: সাত লাখেরও বেশি সৌদি নাগরিক এই তহবিলে অর্থ দান করেছেন। এ পর্যন্ত ২৫০ মিলিয়ন রিয়েল (৬৬.৬ মিলিয়ন মার্কিন ডলার) জমা পড়েছে এই তহবিলে।
সৌদি সরকারের তথ্যানুযায়ী, এ পর্যন্ত সাত লাখ ৯ হাজার ৭৭৫ জন সৌদি নাগরিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশ দুটির মানুষকে সহায়তা করার জন্য এই সব অর্থ দান করছেন ।
বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ রিলিফ সেন্টারের উদ্যোগে গত বুধবার থেকে এ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়।
উল্লেখ্য যে, তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এ পর্যন্ত ৩৪ হাজারের বেশি মানু্ষের মৃত্যু হয়েছে।প্রতিটি মুহুর্তে উদ্ধার করা হচ্ছে লাশ।ধ্বংস্তূপের নিচে আরও অসংখ্য মানুষ চাপা পড়ে আছে।
তুরস্ক ওসিরিয়ায় ভূমিকম্পে বিধ্বস্ত ক্ষতিগ্রস্থদের ৬৬ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিচ্ছে সৌদি আরব।
সৌদি বাদশাহর কার্যালয় থেকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য এ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়।