অনলাইন ডেস্ক: রিকটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ। গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের উৎপত্তিস্থলের কোনো তথ্য জানায়নি সংবাদ সংস্থাটি। এমনকি হতাহতের বিষয় নিয়ে কোনো তথ্য জানা যায়নি।
তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডির বরাতে আল-জাজিরা বলছে, স্থানীয় সময় শনিবার দুপুর ১টা ২৭ মিনিটে নিগদে প্রদেশের বোরের আনাতোলিয়ান উপদ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক তিন। তবে, এতে কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।
তুরস্কের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। (শনিবার) দুুপুরের দিকে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ। ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে এতথ্য জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।
উল্লেখ্য, তুরস্ক ও সিরিয়া সীমান্তে এর আগে ৬ ও ২১ ফেব্রুয়ারি দুই দফায় কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই দেশ মিলে প্রথম দফায় ৫০ হাজারের বেশি এবং দ্বিতীয় দফায় ৬ জন প্রাণ হারান।
নতুন ভূমিকম্পের পর এক টুইট বার্তায় তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতা লেখেন, ‘এ মুহূর্তে কোনো নেতিবাচক পরিস্থিতি নেই। মহান সৃষ্টিকর্তা আমাদের দেশ ও জাতিকে সব বিপর্যয় থেকে রক্ষা করুন।’