26 C
Dhaka
Friday, January 17, 2025

তীব্র গরমে জবিতে ক্লাস পরীক্ষা স্থগিত

চাকুরির খবর

সারাদেশে চলছে তীব্র দাবদাহ। প্রচন্ড গরমে সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। তাই গতকাল শনিবার শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান (প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি-বেসরকারি কলেজ, মাদরাসা, কারিগরি) ৭ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

রোববার (২১ এপ্রিল) শিক্ষার্থীদের সুরক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্লাস-পরীক্ষা চলবে কিনা সে বিষয়ে জরুরি মিটিং শেষে জানায় সোমবার(২২ এপ্রিল) থেকে আগামী শনিবার (২৭ এপ্রিল) পর্যন্ত অনলাইনে ক্লাস নেওয়া হবে।

এ সময়ের মধ্যে পূর্বনির্ধারিত সকল ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং স্ব-স্ব বিভাগের পরীক্ষার সময় পুননির্ধারণ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, আপাতত চলতি সপ্তাহের জন্য আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। গরমের তীব্রতার উপর নির্ভর করে আগামী সপ্তাহে আবারও মিটিং করা হবে।

সেখানে পরবর্তী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস-পরীক্ষা হবে কিনা অথবা হলেও কীভাবে নেয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত আসবে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর